পাংশায় জাতীয় দক্ষমান বেসিক পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ০২:১৩ পিএম

রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ উচ্চবিদ্যালয় ও পাংশা সরকারি কলেজ ভেন্যুতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে জাতীয় দক্ষমান বেসিক শিক্ষা কার্যক্রমের (৩৬০ ঘন্টা) ৬ মাস ও ৩ মাস মেয়াদী তাত্ত্বিক (জানুয়ারী-জুন) ২০২২ সেশনের পরীক্ষা ২৯ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ১ ঘন্টা ব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে পাংশার সুনামধন্য প্রতিষ্ঠান নোভা কম্পিউটারের আওতাধীন অফিস অ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং ও গ্রাফিক্স মাল্টিমিডিয়া, বিষয়ে ৪৭১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এদের মধ্যে নোভা কম্পিউটার, আব্দুল গফুর মোল্লা কম্পিউটার টেকনলজি ইন্সুটিটিউট, এম এস কম্পিউটার, শ্রেয়সী বাংলা ইন্সুটিটিউট, মাস্টার কম্পিউটারের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করেন।

অপর দিকে পাংশা সরকারি কলেজ ভেন্যুতে মনোয়ারা কুতুব উদ্দিন একাডেমির অধিনে ১৪৬ জন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় ভেন্যুর পরীক্ষা পরিদর্শন করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ রাশেদা খাতুন। পাংশা সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্রে পরির্দশক ছিলেন পাংশা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন।

নোভা কম্পিউটারের সত্বাধীকারি অমিত কুমার বিশ্বাস বলেন, করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীরা বেশ কিছু ঝড়ে গিয়েছে। নোভা কম্পিউটার সব সময় যত্ম সহকারে শিক্ষার্থীদের প্রশিক্ষন প্রদান করে থাকেন। সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ে আলাদা আলাদা কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মনোয়ারা কুতুব উদ্দিন একাডেমির সত্বাধীকারী মানুন উর রশিদ বলেন করনার প্রভাবে শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে। আমরা চেষ্ঠা করছি যাতে পূনরায় শিক্ষার্থী প্রশিক্ষনে আসতে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: