'নারায়ণগঞ্জে সন্ত্রাসের বিষবাষ্প ভেদ করে শান্তির ফুল ফুটবেই'

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ১০:৫২ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, এই নারায়ণগঞ্জ বিশ্বব্যাপী উন্নয়নের নগরী, কারখানার নগরী হিসেবে পরিচিত পায় না। পায় গডফাদার-গডমাদারের নগরী হিসেবে, যা অত্যন্ত দু:খজনক। একসময় নারায়ণগঞ্জের ভালো মানুষেরা আর চুপচাপ বসে থাকবে না। এক সময় এখানকার গডফাদার ও গডমাদারের সাম্রাজ্যের পতন ঘটাবে। নারায়ণগঞ্জে অবশ্যই একদিন সন্ত্রাসের বিষবাষ্প ভেদ করে শান্তির ফুল ফুটবেই ফুটবে।

রোববার (৩১ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।

সোহেল বলেন, শ্রীলঙ্কার রাজাপাকসের মতো একটা পরিবার বাংলাদেশে আছে। এই পরিবার ৩ বছরে ৫৪ হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। সুইস ব্যাংকে এখন আর টাকা রাখার জায়গা হচ্ছে না তাদের। দুর্নীতি শুধু বিদ্যুতে না। সরকার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি করছে। কুইক রেন্টালের নামে কুইক চুরি করছে। নারায়ণগঞ্জসহ সারাদেশে তাদের দুর্নীতির প্রমাণ গিজগিজ করছে। শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আওয়ামী লীগের লোকদের দুর্নীতির প্রমাণ রয়েছে। পৃথিবীতে দুর্নীতি করেই ক্ষ্যন্ত হয়নি তারা, এখন মহাকাশের দিকে নজর দিয়েছে। বঙ্গবন্ধুর নামে দুর্নীতির স্যাটেলাইট মহাকাশে বিদ্যমান।

তিনি বলেন, এই সরকারের দুর্নীতির আরেকটি বড় প্রমান হচ্ছে ভোট। দিনের ভোট রাতে হয়। এই সরকার দেশের নির্বাচন ব্যবস্থাও ধংস করে দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিন বলেন, ‘ওবায়েদুল কাদের বলেছেন যারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারে না তারা আবার সরকারের পতন করবে কী করে। ওনাকে বলি একটাই প্যাকেজ বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে ফিরে আনা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। প্যাকেজ একটাই কত নাম্বারে ডায়েল করলে এই প্যাকেজ লোড হবে আমরা তা জানি। সময়মতো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই নাম্বারে ফোন দিবেন এবং এই প্যাকেজ আদায় হয়ে যাবে তবে আপনাকে একটি বুদ্ধি দিই। কাপড়চোপড় জোগাড় করে রাখেন কাপড় চোপড় যেনো থাকে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কিন্তু পালানোর সময়ে কাপড় পায় নাই। আপনারা পালানোর সময় যেন গায়ে একটু কাপড় থাকে। সেটা রেডি করে রাখেন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ, মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন খান প্রমুখ। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, সকল থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: