বেরোবি ছাত্রলীগের নতুন কমিটি: সভাপতি পোমেল, সম্পাদক শামীম

পোমেল বড়ুয়া কে সভাপতি ও মাহফুজুর রহমান শামীম কে সাধারন সম্পাদক করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের ২৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। রোববার (৩১ জুলাই) রাত ১১টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দিয়েছেন।
নবগঠিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি ফজলে রাব্বী,রেজওয়ান-উল-আনাম তন্ময়, তানভীর আহমেদ, জাহাঙ্গীর আলম, নাজমুল হক শুভ, শামীম আহমেদ, রকিবুল হাসান রুপম, রেজাউল করিম শাকিল, আবদুল্লাহ আল নোমান খান, লুবনা হক মিমি, আব্দুস সালাম, সামিউল রেজা রিমন, মাহবুব, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মো: মারুফ হোসেন ভূঁইয়া, সুব্রত ঘোষ, মোস্তফা কামাল, এমরান চৌধুরী আকাশ, কাওসার আহমেদ শাওন, আবদুল্লাহ আল মোমিন,সাংগঠনিক সম্পাদক: ফরহাদ হোসেন এলিট, ধনঞ্জয় কুমার দাস (টগর), নেছার উদ্দীন, মিনহাজুল ইসলাম মানিক, ঐশি ইসলাম।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন শাওন আহমেদ শুভ, মামুনুর রশিদ মামুন ও অমৃত কুমার ঘোষ। নবগঠিত কমিটির সভাপতি পোমেল বড়ুয়া বিগত বেরোবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সহ-সম্পাদক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নব নির্বাচিত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান শামীম বেরোবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, গত বছরের ২২ নভেম্বর দীর্ঘ ৪ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে ওই বছরের ২৪ শে ডিসেম্বর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্রীয় দায়িত্ব প্রাপ্ত ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: