ভুয়া পরোয়ানায় কারাভোগ: ক্ষতিপূরণ পেলেন ৩২ লাখ টাকা

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে ভুয়া গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে কারাগারে রাখার ঘটনায় ভুক্তভুগী আওলাদ হোসেন ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বলে হাইকোর্টকে জানানো হয়েছে। আজ সোমবার (১ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানানো হয়।
এ ক্ষতিপূরণের টাকা পরিশোধ করেছেন দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি। তিনি এ মামলায় ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছিলেন। ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারটা আদালতকে জানিয়েছেন রিটকারীর আইনজীবী এমাদুল হক বশির। একইসঙ্গে ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনের আর পরিচালনা করবেন না বলেও আদালতকে জানানো হয়।
এ ব্যাপারে রিটকারীর আইনজীবী এমাদুল হক বশির সাংবাদিকদের জানান, সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেনের নামে ভুয়া গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে কারাগারে রাখা হয়েছিল। এ ঘটনায় হাইকোর্ট ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। তার মধ্যে ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ হাতে পেয়েছেন আওলাদ হোসেন। বিষয়টি আদালতকে অবহিত করেছি। রিটকারী আর এ মামলাটি চালাবেন না বলে জানিয়েছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: