আজ থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশে আজ মঙ্গলবার (২ আগস্ট) থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু। এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। ঢাকা মহানগরসহ সারাদেশে চলবে এ কার্যক্রম। নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবার ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ কিনতে পারবে। এ দফায় নিম্ন আয়ের কার্ডধারী ভোক্তা পরিবার সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে।
টিসিবি আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে না এবার। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হচ্ছে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন পুরোপুরি অ্যাপসের আওতায় কার্যক্রম আসলেও দক্ষিণ সিটি করপোরেশন চলছে খাতা কলমের নিয়মে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: