বড়াল নদীর জায়গায় নির্মাণাধীন অবৈধ দ্বিতল ভবন গুড়িয়ে দিয়েছে প্রশাসন

প্রকাশিত: ০২ আগষ্ট ২০২২, ১০:৪৭ পিএম

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বড়াল নদীর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে নেমেছে স্থানীয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে থেকে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইনের নেতৃত্বে গুড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে ওঠা একটি দ্বিতল ভবন।

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত ইয়াছিন মোল্লার ছেলে রঞ্জু মোল্লা বড়াল নদীর জায়গায় অবৈধভাবে দ্বিতল স্থাপনা নির্মান কাজ শুরু করেন। এ উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেন স্থানীয়রা।

অভিযোগ পেয়ে একাধিকবার সতর্ক করা হলেও রঞ্জু মোল্লা প্রশাসনের নিষেধ অমান্য করে বাণিজ্যিক উদ্দেশে এই স্থাপনা নির্মানের কাজ চালিয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার অবৈধ স্থাপনাটি উচ্ছেদে নামে প্রশাসন। ভাঙ্গুড়া থানা পুলিশের সহযোগিতায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় নির্মাণাধীন ভবনটি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: