জঙ্গল সলিমপুরে গোপন টর্চার সেলসহ দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২২, ১২:০১ এএম

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ভূমিদস্যু ও অবৈধ দখলদারের কবল থেকে পাহাড়ি জমি উদ্ধারে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সে লক্ষ্যে পুলিশ-র‍্যাবসহ যৌথ বাহিনীর সমন্বয়ে আজ মঙ্গলবার ২রা আগস্ট দুপুরে জঙ্গল সলিমপুরস্থ আলী নগরে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। এসময় ঘর বাড়ি, দোকানপাটসহ প্রায় ১৭৫ স্থাপনা গুড়িয়ে দেওয়ার হয়।

জানা যায়, অভিযানের সময় ছিন্নমূলের দূর্গম পাহাড়ে সম্রাট খ্যাত ইয়াছিন নামে এক ভূমিদস্যুর গোপন টর্চার সেলের সন্ধ্যান পেলে সেটিও গুড়িয়ে দেওয়া হয়। আলী নগরে ইয়াছিনের বিরুদ্ধে কেউ কথা বলতে বা বাঁধা দিতে গেলে ঐ টর্চার সেলে নিয়ে গিয়ে ইচ্ছেমত অত্যাচার করতো সম্রাট খ্যাত ইয়াছিন। পরে উচ্ছেদ অভিযানে ছিন্নমূলে শতশত বসবাসকারীরা বিভিন্ন দাবি উঁচিয়ে বিক্ষোভ করেন বলে জানা যায়৷ উচ্ছেদ অভিযান শেষে দখলমুক্ত জায়গাতে জেলা প্রশাসক সাইনবোর্ড লাগিয়ে দেন।

অভিযানকালে জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে এ জঙ্গল সলিমপুর নিয়ে সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এখানে স্পোর্টস ভিলেজ, ইকো পার্ক, হাসপাতালসহ নানা স্থাপনা করে পুরো এরিয়াটি সাজানো হবে। কিন্তু ৯০ দশক থেকে ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে আছে জমি। পাহাড় কেটে প্লট বানিয়ে ভূমিদস্যুরা এ খাস জমি ২০ হাজার থেকে ১ কোটি টাকা পর্যন্ত বিক্রয়ের মাধ্যমে বানিজ্য করছে বলে খবর রয়েছে আমাদের হাতে৷ প্রাথমিক পর্যায়ে আমরা উচ্ছেদ অভিযান চালিয়ে পাহাড়ি এ জমি উদ্ধার করছি। এরপর প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্ব উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পুলিশ সুপার এস.এম রশিদুল হক, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত উপ-পরিচালক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি), সীতাকুন্ড মো. আশরাফুল আলম, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এ মং মারমা এবং তানভীর চৌধুরী, সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, অফিসার ইন-চার্জ আবুল কালাম আজাদ সঙ্গীয় পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: