রাবি'র ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়া বায়জিদ 'এ' ইউনিটে প্রথম

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২২, ১১:৫০ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তিপরীক্ষায় এ ইউনিটের গ্রুপ-২ থেকে প্রথম হয়েছেন মু. তানভীর আহমেদ নামের এক ভর্তিচ্ছু। পরীক্ষায় ৯২.৭৫ নাম্বার পেয়ে গ্রুপ-২ থেকে প্রথম অবস্থানে আছেন তিনি।

তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শেষ দিনে ৫ জন অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেয়ার অভিযোগে কারাগারে গেছেন। তাদের মধ্যে বায়জিদ একজন। তিনি গ্রুপ-২ এর রোল ৩৯৫৩৪ এর পরীক্ষার্থী তানভীর আহমেদের হয়ে পরিক্ষা দিচ্ছিলো। বায়জিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

এদিকে সর্বশেষ গতকাল (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির প্রকাশিত ফলাফলে এ ইউনিটের গ্রুপ-২ থেকে প্রথম স্থান অর্জন করেন মু. তানভীর আহমেদ। ভর্তিপরীক্ষা দিতে এসে আটক হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তথ্য-উপাত্ত জানিয়েছিল তার সাথে নাম, রোল নাম্বার এবং গ্রুপের মিল পাওয়া গেছে সে শিক্ষার্থীর।

এ বিষয়ে এ ইউনিটের প্রধান সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, ইলিয়াস স্যার, যেহেতু ওই ওএমআর সীট টি ভ্যালিড আছে। তাই রেজাল্ট টি চলে এসেছে। আমরা এখন অন্যান্য তথ্যগুলো নিচ্ছি। এই বিষয়টি নিয়ে প্রো-ভিসির স্যারের সাথে আমরা কথা বলছি।"

তবে এ বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান বা ব্যবস্থা নেয়ার বিষয়ে কথা বলতে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হককে মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: