সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে ও ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষন ও স্বেচ্ছাসেবকল নেতা আব্দুর রহীম কে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনে পৌর শহরের পুরাতন বাসটেন্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক আলফাত স্কয়ার পয়েন্ট প্রদক্ষিণ করতে চাইলে কালীবাড়ি পয়েন্ট পুলিশ বাধা দেয়। পরে যুবদলের নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করে।
জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকতের সভাপতিত্বে ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েস। সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ আমিন, আমানুল হক রাসেল, সোহেল মিয়া, শামসুদোহা, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, অ্যাড.কামাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, সুহেল মিয়া, সহ সাধারণ সম্পাদক, শওকাতুল ইসলাম হেলাল, প্রচার সম্পাদক অ্যাড. রুকশান আলী, সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম শ্যামল, যোগাযোগ বিষয়ক সম্পাদক সুজন মিয়া, সহ অর্থ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব মল্লিক, উজ্জল মিয়া, সহ গ্রাম সরকার সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য হাফিজুল হক রাজু, সুফ্রিও, মোহাম্মদ আলী, আলা আমিন, সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের আহবায়ক জুলফিকার আলম, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ ময়না, পৌর আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. সাদিকুর স্বপন, দোয়ারা বাজার যুবদলের আহবায়ক মাধব রায়, সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলার আহবায়ক শফিক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হজ স্বপন সহ বিএনপি, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষন ও স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহীম কে হত্যা করায় তীব্র নিন্দা জানায়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: