জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২২, ০৫:২০ পিএম

জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে হিচমী-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আইয়ুব আলী জেলার কালাই উপজেলার পার্বতীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

আইয়ুব আলী তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য জয়পুরহাট আদালতে যাচ্ছিলেন বলে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, পথে হিচমী-হিলি বাইপাস সড়কে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আইয়ুব আলী। তার লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি আলমগীর জাহান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: