পাঁচবিবিতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২২, ০৫:৪৪ পিএম

বিষধর সাপের কামড়ে অকালেই ঝড়ে গেল একটি প্রাণ। জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা গ্রামে বুধবার (৩ আগস্ট) ভোরে নুর মোহাম্মদ বাবু (২২) নামে এক যুবকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। ধরঞ্জী ইউনিয়নের স্থানিয় মেম্বার লাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব উচনা গ্রামের উকিল হোসেনের ছেলে নুর মোহাম্মদ বাবুকে মঙ্গলবার সন্ধ্যায় জমি থেকে বাড়ি ফেরার পথে একটি বিষধর সাপ পায়ে কামড় দেয়।

বিষয়টি বাড়ির লোকজনকে জানালে রাতেই তাকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এখানে ভ্যাকসিন না থাকায় এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। বগুড়া যাওয়া হবে কিনা এই টানাটানিতে শজিমেক হাসপাতালে পৌছার পর বুধবার (৩ আগস্ট) ভোরে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন নুর মোহাম্মদ বাবু। সাপের কামড়ে এ অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: