অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১১ চিকিৎসক

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত ১১ চিকিৎসক। বুধবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পারসোনেল-১) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশে পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের ১১ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়াপূর্বক শূন্য পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো।
তারা হলেন- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. মো. নুর হোসেন ভুঁঞা, ঢাকা মেডিকেল কলেজের ডা. এ জেড এম মাহফুজুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজে সংযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ মাসুদ করিম, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ডা. স্বপন কুমার বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজের ডা. সুবিনয় কৃষ্ণ পাল, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. মো. সাইফুল হক, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ডা. গনেশ কুমার আগরওয়ালা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. ইশরাত জাহান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজের ডা. এস.এম কামরুল আক্তার, রংপুর মেডিকেল কলেজের ডা. হৃদয় রঞ্জন রায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডা. জি.এম নাজিমুল হক। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: