জাহিদ মাহমুদ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

                       
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, ৪ আগস্ট ২০২২

মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়ীয়া-কাথুলী সড়কে বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে ইমন হােসেন ওরফে জীবন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরাে দুই যুবক। নিহত জীবন গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া গ্রামের ইসলাম আলীর ছেলে। আহতদের বাড়ি ওই এলাকার বিভিন্ন গ্রামে। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ আগষ্ট) বিকেলের দিকে গাঁড়াবাড়ীয়া-কাথুলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দু’টি মােটরসাইকেল গাঁড়াবাড়ীয়া-কাথুলী সড়ক দিয়ে যাতায়াতের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখােমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই মােটরসাইকেলে চড়ে থাকা ৩জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তিন জনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় ইমন ওরফে জীবন পথে মধ্যে মারা যান। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]