সুনামগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২২, ০৩:৩০ পিএম

ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে ও ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষনে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম কে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে পৌর শহরের পুরাতন বাসটেন্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক আলফাত স্কয়ার পয়েন্ট প্রদক্ষিণ করতে চাইলে কালীবাড়ি পয়েন্ট পুলিশ বাধা দেয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া প্রমখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষন ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম কে হত্যা করায় তীব্র নিন্দা জানায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: