বড়লেখায় অবৈধ জাল জব্দ, জরিমানা আদায়

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২২, ১১:৩৩ পিএম

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপাড়ের কানুনগো বাজারের বিভিন্ন দোকানে শনিবার (৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এসময় আদালত দুইজন ব্যবসায়িকে অর্থদণ্ড দিয়েছে।

পরে বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন। এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে।

জানা গেছে, অবৈধ কারেন্ট জাল বিক্রি ও দোকানে মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত উপজেলার হাকালুকি হাওরপাড়ের কানুনগো বাজারের ব্যবসায়ি আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা ও অপর ব্যবসায়ি আব্দুল মুকিতকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। এসময় তাদের দোকান থেকে প্রায় ১০ হাজার মিটার দীর্ঘ ৯৭ পিচ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসাইন জানান, অবৈধ কারেন্ট জাল বিক্রি ও দোকানে মজুদ রাখার দায়ে দুইজন ব্যবসায়িকে অর্থদণ্ড দিয়েছেন। তাদের দোকান থেকে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল বিকেলে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: