ঢাকায় আসছেন নোরা ফাতেহি

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ১০:১৯ এএম

প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। চলতি বছরের ডিসেম্বরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হবেন তিনি। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া জানান, ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণীর আয়োজনটি হবে। নোরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠানটি হবে।

নিঃসন্দেহে এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা ফাতেহি। ‘আইটেম গার্ল’ হিসেবে বলিউড তো বটেই নজর কেড়েছেন দক্ষিণী সিনেমায়ও। হিন্দির পাশাপাশি তেলেগু, মালয়ালম এবং তামিল ছবিতেও তার সরব উপস্থিতি নজর কাড়ছে আপামর সিনেমাপ্রেমী দর্শকের। তার অভিনীত সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘স্ট্রিট ডান্সার’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ ইত্যাদি।

শুধুমাত্র বড় পর্দায়ই নয়, ছোট পর্দা আর মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স নজর কেড়েছে দর্শকদের।

প্রসঙ্গত, মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় এই তারকার। এরপর দ্রুতই তাক লাগিয়েছেন ২৮ বছর বয়সী এই শিল্পী। বলিউডের আইটেম গার্ল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাকে নৃত্যশিল্পী হিসেবেও সমান কদর করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: