বনানীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ১১:১০ এএম

রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় সিএনজি চালক মো. শহিদুল ইসলাম (৫০) মারা গেছেন। এই ঘটনায় সিএনজি যাত্রী মা ও ছেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়। এ ঘটনায় যাত্রী মালতি রানী (৪৫) ও বিশ্বজিৎ (২৫) গুরুতর আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তারা সম্পর্কে মা ও ছেলে।

বনানী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়দল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালকের মৃত্যু হয়। বাকি দুজন জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। মায়ের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, নিহতের গ্রামের বাড়ি যশোর জেলায় ও আহতদের গ্রামের বাড়ি নাটোরে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: