এক দিনের সরকারি সফরে ব্রুনাই রাষ্ট্রদূত শ্যামনগরে

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ০৭:৫১ পিএম

জি এম মাছুম বিল্লাহ, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালাম এর রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান একদিনের ব্যক্তিগত সফরে আজ সাতক্ষীরা সফর করেছেন। জাতীয় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআই এর পরিচালক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. কাজী এরতেজা হাসান সিআইপি'র আমন্ত্রণে শুক্রবার (১২ আগস্ট) তিনি এ সফর করেছেন বলে জানা যায়।

সূত্রে জানা যায়, সাতক্ষীরায় এসে তিনি সদরের বিনেরপোতা সংলগ্ন মোস্তফা শ্রীম্প হ্যাচারী এন্ড কালচার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে বৃক্ষ রোপণ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশিকুর রহমান প্রমুখ। পরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার কে সম্মাননা ক্রেস্ট দেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান ও ড. কাজী এরতেজা হাসান।

বৃক্ষরোপণ শেষে সাতক্ষীরা সার্কিট হাউস প্রাঙ্গণে সরকারি ভাবে আনুষ্ঠানিক ভাবে গার্ড অব অনার প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। এরপর তিনি সরাসরি শ্যামনগরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে দুপুরে ঐতিহ্যবাহী বংশীপুর শাহী মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। এসময় দেশ ও জাতির কল্যানে ব্রুনাই রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান দোয়া মোনাজাত পরিচালনা করেন। জুম্মার নামাজ শেষে তিনি মধ্যহ্ন ভোজ ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের উদ্দেশ্যে রওনা হন।

আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছালে সম্মানিত অতিথি বৃন্দদেরকে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ।

ফুলেল শুভেচ্ছা গ্রহন শেষে সুন্দরবনের নানা পদের মাছ, মাংশ, কেওড়া দিয়ে তৈরি বিভিন্ন আইটেমের মেন্যু দিয়ে আয়োজিত দুপুরের মধ্যহ্ন ভোজে অংশ নেন ব্রুনাই রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি এ.কে ফজলুল হক, সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জগলুল হায়দার এমপি যোগ দেন।

মধ্যহ্ন ভোজ শেষে ব্রুনাই রাষ্ট্রদূত সুন্দরবনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য স্পিডবোট যোগে কলাগাছিয়ার উদ্দেশ্যে রওনা হন। এসময় তার সফরসঙ্গী হিসেবে ভোরের পাতা গ্রুপের সিইও মোহাম্মদ আবেদ সাইদুল্লাহ, সিইও আব্দুল্লাহ ওমর নাসিফ, ডিরেক্টর কাজী জারজিস বিন এরতাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সুন্দরবন ভ্রমণ শেষে সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করার উদ্দেশ্যে তিনি শ্যামনগর ত্যাগ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: