গোপালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২২, ০৫:৪৪ পিএম

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবসে যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে, টাঙ্গাইলের গোপালপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর অংশগ্রহণে আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (১৪ আগস্ট) রবিবার সকালে উপজেলা হলরুমে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, মির্জাপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শাজাহানপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কানিজ ফাতেমা রুমি, সাবেক কাউন্সিলর ও সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: