জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২২, ১২:৩৩ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ। এ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সকল প্রস্তুতি। টুঙ্গিপাড়াসহ জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এ বার্তায় প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১১টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি। এরপর সেখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছাবেন।

দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এসময় তিন বাহিনীর একটি সশস্ত্র চৌকস দল তাকে গার্ড অব অনার দেবে। বেজে উঠবে বিউগলের করুণ সুর। পরে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন বঙ্গবন্ধুকন্যা। পরবর্তীতে  দুপুর ১২টা ৩০ মিনিটে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে অনুষ্ঠেয় মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় কর্মসূচি শেষে প্রিয় নেতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবে গোটা জাতি। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার সড়ক ও মহাসড়কে কালো কাপড় দিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা টাঙানো হয়েছে। পুরো টুঙ্গিপাড়া জু‌ড়ে শোকাবহ আবহাওয়া বিরাজ করছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সসহ আশাপাশের এলাকা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলাজু‌ড়ে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: