পূজা দিয়ে নুসরাত বললেন, ‘এটা আমার সৌভাগ্য’

                       
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ১৯ আগস্ট ২০২২

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। এই দিনটি  মূলত কৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) পালিত হয়েছে উৎসবটি। এদিন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দচিত্তে পূজা দিয়েছেন টলিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান।পশ্চিমবঙ্গের বসিরহাটের লোকসভা সংসদ সদস্য নুসরাত। তাই সেখানকার বিভিন্ন আয়োজনে হাজির থাকেন তিনি। বৃহস্পতিবার জন্মাষ্টমীর দিনে কচুয়া লোকনাথ ধামে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর লোকনাথ মূর্তির মাথায় জল ঢেলে পূজা দেন।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, জন্মাষ্টমীতে লক্ষাধিক ভক্তের আগমন ঘটেছে লোকনাথ ধামে। তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেটা তদারকি করার জন্যই নুসরাত সেখানে গিয়েছিলেন। শুধু পূজা নয়, ভোগ রান্নায়ও হাত লাগিয়েছেন অভিনেত্রী। এরপর তা নিজ হাতে ভক্তদের হাতেও তুলে দেন নুসরাত।

এর আগে প্রায় ২ বছর আগে লোকনাথ ধামে ভিড়ের মধ্যে কয়েকজনের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়। সে কারণে এবার নুসরাত নিজে গিয়ে দেখাশোনা করেছেন। এছাড়া করোনার কারণে মাঝে দু’বছর এখানে পূজা বন্ধ ছিল। ফলে এবার মানুষের সংখ্যাও ছিল বেশি। নুসরাত জানান, তার কাছে মানবধর্মই আসল ধর্ম। সবার সঙ্গে আনন্দ নিয়ে পূজা দেওয়া, ভোগ রান্না করা তার জন্য সৌভাগ্যের বলে মনে করেন অভিনেত্রী। নুসরাত বলেন, ‘লোকনাথ বাবার কাছে সকলের মঙ্গল কামনার পাশাপাশি ভক্তদের জন্য ভোগ রান্না করাটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার।’

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বিভিন্ন মন্দিরে পূজা দিয়েছেন নুসরাত। যদিও এসব নিয়ে কটূ কথা শুনতে হয়। তবে তা পরোয়া করেন না অভিনেত্রী। সম্প্রীতিই তার কাছে মুখ্য।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]