বরগুনায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নবাগত পুলিশ সুপার আব্দুস সালাম বরগুনা জেলা শহরে কর্মরত সাংবাদিক সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৫ টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন সহ জেলা শহরে কর্মরত সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত বরগুনা গড়তে নিরলস ভাবে কাজ করতে চাই। আইনশৃঙ্খলা রক্ষায় তিনি বরগুনার সকল সাংবাদিকদের সহযোগিতা চান।
এ সময় তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় কাউকেই ছাড় দেয়া হবেনা। এর আগে গত বুধবার (২৪ আগষ্ট) বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুস সালাম কে ফুল দিয়ে বরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা (সার্কেল) তোফায়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর থানার (ওসি) আলী আহম্মদ, জেলা গোয়েন্দা শাখার (ওসি ডিবি) শহিদুল ইসলাম মিলন সহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তারা। দায়িত্বভার গ্রহণ করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: