পঞ্চগড়ে ৪৬ কোটি টাকার এলজিএসপি প্রকল্প বাস্তবায়ন

পঞ্চগড়ে লোকাল গর্ভন্যার্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বরাদ্দের সুষম বন্টন নিশ্চিতকরণ, এলজিএসপির অর্জনসমূহ টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণের বিষয়গুলো সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় পায়াক্ট বাংলাদেশ ওই কর্মশালার আয়োজন করে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে কর্মশালায় এলজিএসপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর-(ডিএফ) জয়নাল আবেদীন মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় গণমাধ্যম কর্মী, নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী, নারী কর্মীসহ ৬০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে বেশ কিছু সুপারিশ প্রণয়ন করা হয়।
উল্লেখ্য, এলজিএসপি প্রকল্পের আওতায় ২০১৭ সাল থেকে চলতি অর্থবছর পর্যন্ত পঞ্চগড় জেলায় পাঁচ উপজেলার ৪৩ ইউনিয়নে ৪৬ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৯৪০ টাকা ব্যয়ে তিন হাজার ২৬টি স্কিম হাতে নেয়া হয়েছিল। এরমধ্যে সিংহভাগ প্রকল্প বাস্তবায়ন হয়েছে, আগামি ডিসেম্বরের মধ্যে সকল প্রকল্প বাস্তবায়ন হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: