রিক্সায় উঠে ইভটিজিংয়ের শিকার স্কুলছাত্রী

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২২, ০৮:৩৩ পিএম

পঞ্চগড়ে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের পর শ্লীলতাহানি করায় মো. জয়নাল (৩৫) নামে এক রিক্সাচালককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ড পাওয়া রিক্সাচালকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের দফাদার পাড়া এলাকায়। সে ওই এলাকার বাবুল হোসেনের ছেলে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক এ কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট থেকে তিন দিন যাবৎ জয়নাল পঞ্চগড় জেলা শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের এক ছাত্রীকে ইভটিজিং করে আসছিল। আজ মঙ্গলবার সকালে জয়নাল নামে ওই রিক্সা চালকের রিক্সায় উঠে স্কুল যাওয়ার পথে ইভটিজিংয়ের পর এক পর্যায়ে শ্লীলতাহানীর শিকার হয়। এদিকে আজ ওই ছাত্রী ঘটনার কথা তার মা এবং স্কুলের শিক্ষকদের জানায়। পরে ওই স্কুল ছাত্রীর পরিবার।

রিক্সা চালক জয়নালকে খুঁজে স্কুলে নিয়ে আসেন। পরে শিক্ষকরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে মৌখিক অভিযোগ দায়ের করে । তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক স্কুলে এসে স্কুল ছাত্রী ও রিক্সা চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের পর শ্লীলতাহানির বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক রিক্সাচালক মো জয়নালকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ সহ সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, এই সাজাটি সমাজের অসৎ মানসিকতার মানুষের জন্য একটি বার্তা। আমরা নিজেরা সচেতন থাকি। আমাদের সন্তানদেরও সচেতন করি শ্লীলতাহানির বিরুদ্ধে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: