পঞ্চগড়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী চোরাকারবারী ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩০ এএম

পঞ্চগড়ের কুখ্যাত মাদক ব্যবসায়ি ও চোরাকারবারী দেলোয়ার হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ফুটকি বাড়ি গ্রামে। সে ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে। পঞ্চগড়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার, দীর্ঘ দিন থেকে সীমান্ত এলাকায় চোরাকারবারীর সাথে যুক্ত তিনি। তার নামে পঞ্চগড় থানায় মাদক ও চোরাচালানের একাধিক মামলা চলমান। বুধবার (৩১ আগস্ট) রাত দশটার দিকে পঞ্চগড় সদর থানা পুলিশ ফুটকিপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা পাওয়া যায়। বুধবার রাতেই তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, দেলোয়ার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। ফেনসিডিল গাজাসহ নানান ধরনের মাদক ভারত থেকে বাংলাদেশে এনে হাড়িভাষা ইউনিয়নে গোপনে ব্যবসা চালায়। এ নিয়ে এলাকাবাসী তার উপর ক্ষুব্ধ। পুলিশ তাকে দীর্ঘদিন থেকে গ্রেফতারের চেস্টা করছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় দেলোয়ার ইয়াবা নিয়ে বিক্রির চেস্টা করছে। ঠিক সে সময় তার বাড়িতে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার বাড়ির ছোট গরুর খামারে লুকিয়ে থাকে। পরে খামার থেকে দেলোয়ারকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দেলোয়ারকে আদালতে হাজির করা হবে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, দেলোয়ারের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে হাড়িভাষা ইউনিয়নবাসী অভিযোগ করে আসছিল। পুলিশ তাকে বেশ কয়েকবার গ্রেফতারের চেস্টা করেন। দেলোয়ার সময়ে অসময়ে তার অবস্থান পরিবর্তন করেন। এলাকায় দিনে মাদক ব্যবসা রাতে চোরাচালানের সাথে যুক্ত। অত্যান্ত কৌশলে সে মাদক ব্যবসা করেন।

পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। আগামিতেও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়িদের কোন ছাড় দেওয়া হবেনা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: