আক্কেলপুরে পুত্রবধূর নির্যাতনের শিকার বৃদ্ধা শাশুড়ি

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৭ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে স্বামীর সাথে মনোমালিন্যের জের ধরে ইলেকট্রিক গরম আয়রন মেশিন দিয়ে ৮৫ বছর বয়সী বৃদ্ধা শাশুড়ির পিঠ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি আক্কেলপুর পৌর এলাকার পুরাতন বাজারে ঘটেছে। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে। আহত বৃদ্ধা মাহমুদা বেগম (৮৫) কে ইলেকট্রিক গরম আয়রন মেশিন দিয়ে পিঠ পুড়িয়ে দিয়েছে তার পুত্র গোলাম মোস্তফার স্ত্রী শাহীনারা বেগম (৪০)।

সরোজমিনে গিয়ে স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় পুরাতন বাজার এলাকার আহত ওই বৃদ্ধার পুত্র গোলাম মোস্তফার বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনাটি প্রতিবেশীরা জানতে পেরে তার অন্য ছেলে, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশে খবর দেয়। এ ঘটনায় ওই এলাকার জনসাধারণের মধ্যে ওই গৃহবধূর বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ আহত বৃদ্ধার পুত্রবধূকে থানা হেফাজতে নেয়। তাদের থানা হেফাজতে নেওয়ার কারণে স্থানীয়দের হাতে তালি দিতে দেয়। আহত বৃদ্ধা ওই বাড়িতেই ঘটনার দিন রাতে প্রাথমিক চিকিৎসা নেয় ও শুক্রবার সকাল পৌনে ১০ টায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এ ঘটনায় অভিযুক্ত ওই গৃহবধূর স্বামীকে ১ম স্বাক্ষী করে, আহত বৃদ্ধার অন্য ছেলে ঘটনার পরের দিন থানায় একটি মামললা করে।
অভিযুক্ত শাহীনারা বেগম বলেন, ‘স্বামীর সাথে আমার মনোমালিন্য হয়। স্বামীকে কষ্ট দিতে আমি এমন কাজ করেছি।’

ওই এলাকার এক গৃহবধূ বলেন, ‘অভিযুক্ত গৃহবধূ শাহীনারা বেগম বিভিন্ন সময় তার মওদুদ আহম্মেদ শাশুড়িকে নানা ভাবে নির্যাতন করত। আজ তার পিঠ পুড়িয়ে দিয়েছে। তার কঠিন সাজা হওয়া দরকার, যাতে অন্য কোন বাড়ির বউ তার শাশুড়িকে নির্যাতন করার আগে ভাবে।’

মামলার বাদী সৈয়দ জিল্লুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমার মা প্রত্যেক ভাইয়ের বাসায় ২মাস করে থাকত। বড় ভাইয়ের বাসায় আর মাত্র কয়েকদিন থাকত। ভাই ও তার স্ত্রীর মধ্যে ঝামেলার কারণে তার স্ত্রী আমার মায়ের পিঠ পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।’

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এর পরে আহত বৃদ্ধার পুত্রবধূকে থানা পুলিশ ওই দিন রাতেই থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: