খায়রুল আলম রফিক

বিশেষ প্রতিনিধি

ঢাকায় পানির দাম কোথায় কিভাবে বাড়বে, জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

                       
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ২ সেপ্টেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

ঢাকায় পানির দাম কোথায় কিভাবে বাড়বে সেই ধারণা দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না জানিয়ে তাজুল ইসলাম বলেন, ঢাকা জোনভিত্তিক পানির দাম আলাদা করে বাড়ানো হবে। গুলশান-বনানীর অভিজাত এলাকায় পানির দাম বেশি থাকবে। তবে নিম্ন আয়ের মানুষ বসবাসরত এলাকায় পানির দাম অপেক্ষাকৃত কম থাকবে বলেও জানান তিনি।

খাদ্যদ্রব্যের দাম বাড়ার বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বৈশ্বিক সমস্যার কারণে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। তাই দেশের মানুষ কিছুটা অস্বস্তিতে আছে। তবে ইউরোপের মানুষের চেয়ে বাংলাদেশ ততটা খারাপ অবস্থায় যায়নি। দেশের এসব সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদের এগিয়ে আসতে হবে জানিয়েছেন তাজুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]