প্রেমের ফাঁদে ফেলে কিশোরী ছাত্রীকে বিয়ে, শিক্ষককে অব্যাহতি

ফেনীর সোনাগাজীতে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির কিশোরী ছাত্রীকে গোপনে বিয়ে করার অভিযোগে শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে সোনাগাজীর আল হেলাল একাডেমির পরিচালনা পর্ষদ। গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ বৈঠক করে অভিযুক্ত শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করেছে। শিক্ষকের নাম শেখ ফরিদ রনি। তিনি প্রায় সাত-আট মাস আগে আল হেলাল একাডেমিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পড়ালেখার পাশাপাশি তিনি তারাই প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন। বিষয়টি বিদ্যালয়ে জানাজানি হলে ছাত্রীর পরিবার মানসম্মান হারানোর ভয়ে শিক্ষকের সঙ্গে গোপনে বিয়ে দিতে সম্মত হয়। একপর্যায়ে তাদের বিয়ে হয়। ছাত্রীর বয়স কম হওয়াতে তার পরিবার বিয়ের বিষয়টি গোপন রাখে। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালও হয়।এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ছাত্রীর পরিবার ও অভিযুক্ত শিক্ষককে তলব করে। বিষয়টির প্রাথমিক সত্যতা পেয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সম্মত হয় পরিচালনা পর্ষদ।
আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক নেতা ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগের সত্যতা পেয়ে পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল হকের নির্দেশক্রমে তাকে শ্রেণি কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে পরবর্তীতে পরিচালনা পর্ষদ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ছাত্রীকে বিয়ে করা শিক্ষক শেখ ফরিদ রনি বলেন, পারিবারিকভাবে আকদ হয়েছে তবে বিয়ে হয়নি।অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ে করার জন্য আকদ করা যায় কিনা, এ প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে তিনি বলেন, কয়েকজন শিক্ষকের সঙ্গে মনোমালিন্য থাকায় তারা বিষয়টি বাজেভাবে উপস্থাপন করে চারদিকে ছড়িয়েছে। তাছাড়া রাজনৈতিক কারণেও আমাকে ফেসবুকে ভাইরাল করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: