হেলিকপ্টারে এলেন বর, ভিড় সামলাতে ব্যস্ত পুলিশ

                       
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এমন ঘটনা এর আগে ঘটেনি। ইচ্ছেপূরণে হেলিকপ্টারে চড়ে কনেকে উঠিয়ে নিতে যেতে বিয়ের আসরে এলেন বর। আর এমন দৃশ্য দেখতে গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাবলিক ক্লাব মাঠে এসে হাজির হয় উৎসুক হাজারো মানুষ। হেলিকপ্টারের ওঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করা উৎসুক জনতাকে সামলাতে মোতায়েন করা হয় পুলিশও।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলিকপ্টার অবতরণের পর মা-বাবাসহ পরিবারের তিন সদস্যকে নিয়ে বেরিয়ে আসেন বর নওরোজ ফারহান নূর। পরে তারা ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়িতে গিয়ে হাজির হন। এর আগে সকালেই ঢাকা থেকে অন্য বরযাত্রীরা সড়কপথে কনের বাড়িতে আসেন। এসময়  হেলেকপ্টার ও বর দেখতে আসা স্থানীয় বাসিন্দা শাকিল শেখ বলেন, ‘এমন দৃশ্য আমরা পঞ্চগড়ে এই প্রথম দেখলাম। অনেক ভালো লেগেছে।’

মুসফিক নামে এক যুবক বলেন,‘ আশেপাশের অনেক এলাকা থেকে মানুষ দেখতে এসেছে। ছবি তুলেছে। অনেক সুন্দর মূহুর্তের সাক্ষী হয়েছি আমরা দেবীগঞ্জের মানুষ।’ কনে পক্ষ জানায়, সম্প্রতি ঢাকার মহাখালী এলাকার আকিজ পার্টিকেলের ইডি হেলাল আহমেদের ছেলে নওরোজ ফারহান নূরের সঙ্গে উপজেলার দেবীগঞ্জ বাজার পাড়া এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর নেওয়াজের মেয়ে নাফিসা বিনতে নওয়াজের (নেহা) বিয়ে ঠিক হয়। শুত্রবার ছিল এই বিয়ের জন্য নির্ধারিত দিন।ব্যাতিক্রম এই বর আগমণের বিষয়ে দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর আবু বলেন, ‘হেলিকপ্টারে চড়ে বিয়ের খবর আমরা বিভিন্ন মিডিয়ায় দেখলেও এই প্রথম সরাসরি দেখলাম আমাদের দেবীগঞ্জে। গোটা পৌরবাসী এই বিষয়টিকে উপভোগ করেছে। আমরা নতুন এই দম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,‘হেলিকপ্টারের বিষয়টি অবহিত করে থানা পুলিশকে দাওয়াত দেয় কনে পক্ষ। আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। শুক্রবার দুপুরে থানার সামনের মাঠে হেলিকপ্টারটি ল্যান্ড করে এবং বিকেলে আবারও কনে নিয়ে ফিরে যায়।’

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]