মোঃ শাকিল শেখ

সাভার করেসপন্ডেন্ট

বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, প্রধান শিক্ষককে অব্যাহতি

                       
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২২

ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের শিক্ষকদের বেতন আত্মসাৎ, প্রতিষ্ঠানটির বিভিন্ন খাতের টাকা মেরে দেওয়া, একাধিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয়করণের জন্য তদবিরের কথা বলে সহকর্মী শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান আলী হায়দারকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত একটি পত্রে যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানের পদ হতে আলী হায়দারকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

পত্রটিতে আগামী ০৩/০৯/২০২২ শনিবার হতে আলী হায়দারকে বিদ্যালয়ে না আসার এবং বিদ্যালয়ের যে কোন ধরণের অফিসিয়াল কাগজপত্রে স্বাক্ষর না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ০৪/০৯/২০২২ তারিখ রবিবারের মধ্যে বিদ্যালয়ের সকল কাগজপত্র সহকারী প্রধান শিক্ষিকা আকলিমা আক্তারের নিকট হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও পত্রটিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে সহকারী কমিশনার ভূমি ধামরাই এর কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কমিটির নিকট বক্তব্য পেশ করার জন্য বলা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন, ফারজানা আক্তার সহকারী কমিশনার ভূমি ধামরাই, আরিফুল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা ধামরাই, মোঃ মাহাবুবুর রহমান সিনিয়র শিক্ষক যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজ।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]