কেরানীগঞ্জে জাল নোটসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৬ পিএম

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: ঢাকার কেরাণীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়, শুক্রবার মধ্যরাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে মিরাজ সরদার (৩৮), মোঃ সুমন (৩৫) ও মোঃ নুর জামাল (৩৪) নামের তিনজন জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১হাজার টাকা সমমূল্যের ৪৭টি ও ৫শত টাকা সমমূল্যের ৯০টি জাল নোট সহ সর্বমোট ৯২ হাজার টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে তারা জাল নোট সরবরাহকারীর দলের সক্রিয় সদস্য এবং বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জের আশেপাশে জাল নোট সরবরাহ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: