ঢাকা কলেজে সংঘর্ষে আহত পাঁচজন ঢামেকে

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১০:১৪ এএম

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আহত পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন বলে জানা গেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- আল আমিন (২৩) অন্তু (২৩) ফরহাদ (২৪), শাকিল (২৪) ও জুয়েল রানা (২৫)।

ঢাকা কলেজ সূত্রে জানা যায়, ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রলীগের এক গ্রুপের হামলায় শাহরিয়ার হাসনাত জিওন নামের আরেক ছাত্রলীগ কর্মী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে। এতে তারা পাঁচজন আহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের কারো অবস্থা গুরুতর নয়। জরুরি বিভাগে তাদের চিকাৎসা চলছে।

উল্লেখ্য, শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার পর ঢাকা কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দু’দিন ধরে কলেজ ছাত্রবাসের দক্ষিণ ব্লক ও উত্তর ব্লকের মধ্যে উত্তেজনা বিরাজমান ছিল। শনিবার রাতে দক্ষিণ ব্লকের আল আমিন শিকদার নামে এক ছাত্রকে একা পেয়ে উত্তর ব্লকের ছাত্রলীগ কর্মীরা মারধর করে। পরবর্তীতে দুই গ্রুপ সংঘর্ষ জড়িয়ে পড়ে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: