৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, মসজিদের ইমাম গ্রেফতার

ঢাকার সাভারে ৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঈমাম ইউসুফ (৩২) নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকার গোপেরবাড়ি আব্দুর রহমান জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ঈমাম ইউসুফ পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া থেকে গোপেরবাড়ি আব্দুর রহমান জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
ভুক্তভোগীর বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে ওই মসজিদে মোক্তব পড়ার জন্য তার মেয়ে মসজিদ প্রাঙ্গনে যায়। এসময় সুযোগ বুঝে ওই ইমাম তার কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। পরে বাসায় ফিরে ভুক্তভোগী ওই শিশু পরিবারের কাছে ঘটনা খুলে বললে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মসজিদ থেকে ওই ইমামকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক মোকলেছুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ওই ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: