ভাড়া নৈরাজ্য সেলফি পরিবহণের, বাস আটকিয়ে শিক্ষার্থীদের আন্দোলন

ঢাকার সাভারে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেলফি পরিবহন কর্তৃক শিক্ষকদের বাস চাপ দেওয়ায় এবং চালক-শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধসহ শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে সেলফি পরিবহনের বাস আটকে আন্দোলন করেছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাবতলি থেকে সাভার আসা পর্যন্ত নিটারের শিক্ষকদের বহনকারী বাসটিকে কয়েকবার চাপ দেয় এবং ৭ জন শিক্ষকসহ বাস ড্রাইভারের জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়। খবর পেয়ে নিটারের শিক্ষার্থীরা সেলফি পরিবহনের সেই বাসসহ মোট ৪টি বাস আটক করে। এসময় অবিলম্বে হাফ ভাড়া কার্যকরসহ শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাজে ব্যবহার বন্ধের দাবিতে আন্দোলন করতে দেখা যায়।
জানা যায়, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের দাবি ছিলো সেলফি পরিবহনের বাসে তাদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু হাফ ভাড়া না নিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করে আসছিলেন পরিবহন শ্রমিকরা। এতে সমস্যায় পড়তে হয় মানিকগঞ্জ, হেমায়েতপুর, গাবতলীসহ আশপাশ থেকে ইন্সটিটিউটে আসা শিক্ষার্থীদের। এছাড়াও তাদের বিষয়ে অভিযোগ রয়েছে, সেলফি পরিবহন গাবতলী থেকে ছেড়ে গেলেও কোন যাত্রী যদি রাস্তার মধ্যবর্তী কোন স্টপজে নামেন তবুও তাকে ভাড়া দিতে হয় লাস্ট স্টপের।
এক শিক্ষার্থী বলেন, আমি এবং আমার এক বন্ধু গাবতলি থেকে সেলফি পরিবহনে করে ইন্সটিটিউটে আসলে ছাত্র পরিচয়ে হাফ ভাড়া দিলে বাস শ্রমিক আমাদের সাথে প্রায়ই বাজে ব্যবহার করে। তিনি আরও জানান, ইন্সটিটিউটের সামনে দিয়ে যাতায়াত করা মানিকগঞ্জ-গাবতলীগামী সেলফি, নীলাচল, শুভযাত্রাসহ বিভিন্ন পরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়। তারা হাফ ভাড়া নিতে চায় না।
শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয়, নিটারের সামনে স্টপেজ দিতে হবে, হাফ ভাড়া কার্যকর করতে হবে, শিক্ষক ছাত্র-ছাত্রীদের অশোভন আচরণ করা যাবে না।
এবিষয়ে সেলফি পরিবহনের পরিচালক মো: রফিকুল ইসলাম বলেন, রাতে বাস নিয়ে যাওয়ার সময় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাব দিয়েছেন আগামীকাল (সোমবার) সকালে তারা শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা করার আশ্বাস দিয়েছেন। এছাড়া ভাড়ার বিষয়ে তিনি বিডি২৪লাইভ-কে বলেন, আমরা ডিরেক্ট গাড়ি পরিচালোনা করি মাঝখানের কোন যাত্রী উঠাই না বা নামাই না কেউ যদি উঠে সেক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া নেই। অনেক স্টাফ আছে খারাপ তারা হয়ত খারাপ আচরণ করে থাকে আবার অনেক যাত্রীও আছে খারাপ তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: