এসএসসি ও সমমান পরীক্ষা নকল মুক্ত করার লক্ষ্যে গোপালপুরে মতবিনিময় সভা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৭ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে ২০২২ সালের এস.এস.সি, (ভোকঃ), দাখিল ও দাখিল (ভোকঃ) ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে কক্ষ প্রত্যবেক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ের আয়োজনে, গোপালপুর সরকারি কলেজ অডিটরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ নাজনিন সুলতানা, গোপালপুর থানার তদন্ত অফিসার মো. মামুন ভূঁইয়া, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, সুতি বিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান আরো উপস্থিত ছিলেন সকল কেন্দ্র পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: