বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবিসাসের নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১২ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদের ২০২২-২৩ এর নবনির্বাচিত সদস্যরা। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিসৌধে এই শ্রদ্ধা জানানো হয়।

বশেমুরবিপ্রবিসাসের নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মো: ফাহিসুল হক, দপ্তর সম্পাদক মোঃ রাজু আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম এবং কার্যনির্বাহী সদস্য শাহ মো: জহরুল ইসলাম।

নবগঠিত কমিটির সভাপতি মো. আশরাফুল আলম বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই আমাদের কার্যক্রম শুরু করেছি। বিগত বছরের ন্যায় সাংবাদিক সমিতি ন্যায় ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অটল থাকবে।'

সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, 'সত্য প্রকাশে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি আগেও অনেক বাধার সম্মুখীন হয়েছে, সামনেও হবে। তবুও সত্যকে আঁকড়ে ধরে আমরা সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি।'

উল্লেখ্য, গত রবিবার (১১ সেপ্টেম্বর) বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: