বিএনপির নেতা গয়েশ্বরের গ্যাস লাইন কাটল তিতাস

বছরেরও বেশি সময় ধরে বিল বকেয় থাকায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগ কেটে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রায়েরবাজার এলাকার ২২৬/১, শেরে বাংলা রোডে গয়েশ্বরের বাড়িতে অভিযান চালিয়ে সংযোগ বিছিন্ন করে দেওয়া হয়।
জানা গেছে, বিএনপির এই নেতা প্রায় দুই বছরের বেশি সময় ধরে বিল প্রদান করেন না, এতে ৩০ মাসের মোট পৌনে দুই লাখ টাকা বকেয়া রয়েছে। এ কারণে তার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের উপমহাব্যস্থাপক নজিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে অনুমোদিত সাতটি ডাবল বার্নার সংযোগ রয়েছে। তিনি সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন।
এ ব্যাপারে গয়েশ্বর চন্দ্র রায় কথা বলতে রাজি হয়নি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: