তিন দিনের ভারী বর্ষণে সুন্দরবন সহ শরণখোলার নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৪ পিএম

মাসুম বিল্লাহ, শরণখোলা (বাগেরহাট) থেকে: টানা তিন দিনের ভারী বর্ষন ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনসহ নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। ব্যহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্মআয়ের মানুষেরা। সুন্দরবনে পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে রয়েছে বন্যপ্রাণী। সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে মাছ ধরারত শতাধিক মাছের ট্রলার সুন্দরবর্নে দুবলার চর, মেহেরআলী, আলোরকোল সহ বন সংলগ্ন বিভিন্ন খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।

বলেশ্বর নদের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে কমপক্ষে ২/৩ ফুট বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় উপজেলা বাগেরহাটের শরণখোলার ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধের বাইরে রায়েন্দা বাজার পুর্ব মাথা, বান্দাঘাটা, কদমতলা, গাবতলা, বগী, তেরাবেকা ও শরণখোলা বাজার সংলগ্ন এলাকার সহস্রাধিক বাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে রান্না সহ স্বাভাবিক জীবনযাপন ব্যহত হচ্ছে। পাশাপাশি ফসলী জমি, মাছের ঘের, ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে পানি বেড়ে শতশত বাড়িঘর সহ মানুষ ও গৃহপালিত পশু পানিবন্দি হয়ে পড়েছে। রায়েন্দা ফেরিঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি ভিড়তে এবং যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার ও সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, তিন দিনের বর্ষনে উঠতি পাকা ধান, মাছের ঘের ও পুকুরের কিছুটা ক্ষতি হয়েছে। তবে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমান বাড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা টহল ফাঁড়ির ইনচার্জ মো. সাদিক মাহমুদ মুঠোফোনে জানান, সাগর উত্তাল থাকায় শতশত ফিশিং ট্রলার সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে। এছাড়া স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ ফুট পানি বেশী হওয়ায় সুন্দরবনের বন্যপ্রাণী কিছুটা হুমকির মুখে আছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: