শরীয়তপুরে পদ্মার পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৩ পিএম

আসাদ গাজী, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে পদ্মা নদীর পানি বেড়ে বিপদসীমার ৩৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিপাকে পড়ছেন নিম্ন এলাকার বাসিন্দারা। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় সুরেশ্বর ও নরসিংহপুর ফেরিঘাট পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবিব।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত দুই সপ্তাহ ধরে পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে ও নরসিংহপুর ফেরিঘাট বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সকাল ৯টার দিকে পদ্মানদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে দুপুর ১২টার দিকে কমে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা নদীতে পানি বাড়তে থাকায় পদ্মার তীরবর্তী জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়ন, পালেরচর ইউনিয়ন, বিলাশপুর ইউনিয়ন নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যা কবলিত হয়ে পড়বে এলাকাগুলো।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার তীরবর্তী নিম্ন এলাকায় পানি প্রবেশ করছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে পানি কমার সম্ভাবনা আছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: