হালুয়াঘাটে কুয়া থেকে শিশুকন্যার লাশ উদ্ধার

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৮ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে জুগলী ইউনিয়নের পূর্ব ঘিলাভূই গ্রামে ফায়ার সার্ভিসের সহযোগিতায় একটি কুয়া থেকে আয়েশা খাতুন নামে দুই বছরের এক শিশুকন্যার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শিশুটি একই গ্রামের বাদশা মিয়ার কন্যা বলে জানাযায়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব ঘিলাভূই গ্রামের বাদশা মিয়ার বসতভিটার সামনে নির্মিত কুয়াতে শিশুটির লাশ দেখতে পেয়ে পরবিারের লোকজন ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধারসহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হালুয়াঘাট থানার এস আই আতাউর রহমান বলেন, নিহত আয়েশা খাতুনের পিতা বাদশা মিয়া ও মাতা আম্বিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: