ঢাবির একাডেমিক পরিষদে আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিপুল চন্দ্র দেবনাথ নির্বাচিত

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক পরিষদে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল থেকে আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ নির্বাচিত হয়েছেন। এছাড়া সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসমাত রহমান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মন্দিরা চৌধুরীও নির্বাচিত হয়েছেন।

এদিকে সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরিতে ওষুধ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. আ স ম মনজুর আল হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম আশরাফুজ্জামান এবং আবহাওয়া বিজ্ঞান বিভাগের মো. মমিন ইসলাম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে নির্বাচনের কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও এ নির্বাচনের উপাচার্যের প্রতিনিধি অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচনে ১৩টি পদের মধ্যে সব কটিতেই জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্যানেল নীল দল। নির্বাচনে মোট ২ হাজার ৪২৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৫৯ জন ভোট দিয়েছেন। ১৯৮৩ সালের পর এবারই প্রথম মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে, বলে দাবি করছেন নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস ছামাদ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: