টাঙ্গাইলে জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান

মোঃ রাশেদ খান মেনন, টাঙ্গাইল থেকে: ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়, জাতীয় শুদ্ধাচার কৌশল’ এই প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনির সভাপতিত্বে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। পুরস্কার প্রদানের ক্ষেত্রে বিভিন্ন গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারী ও ১০০ নম্বরের সূচকের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়। ২০২০-২১ অর্থবছরে ৪-৯ গ্রেড ভুক্ত কর্মকর্তা হিসেবে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, ১০-১৬ গ্রেড ভুক্ত কর্মচারী টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহমুদা বেগম, ১৭-২০ গ্রেড ভুক্ত কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক মোঃ বেলাল হোসেনকে পুরস্কার প্রদান করা হয়।
২০২১-২২ অর্থবছরে ৪-৯ গ্রেড ভুক্ত কর্মকর্তা টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, ১০-১৬ গ্রেড ভুক্ত কর্মচারী টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক গাব্রিয়েল চিরান' কে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে সবাইকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: