শাহাদুল ইসলাম সাজু

জয়পুরহাট প্রতিনিধি

চলছে প্রতিমা তৈরির কাজ, ৩১০ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

                       
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০২২

জয়পুরহাট জেলায় এবার ৩১০ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের তুলনায় ৯টি বেশি। বর্তমানে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে উদযাপনের জন্য জেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে সাজ সাজ রব পড়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট হৃষিকেশ সরকার বলেন, সনাতন হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব সফল করতে নানামুখী কার্যক্রম চলছে এখন। জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা সহ সংশ্লিষ্ট সকলেই প্রতিমা তৈরির বিষয় গুলো মনিটরিং করছেন সার্বক্ষণিক।

জেলার গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে জেলায় এবার ৩১০ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ৯৮টি, কালাই উপজেলায় ৩৪ টি, ক্ষেতলাল উপজেলায় ৪৫ টি, আক্কেলপুর উপজেলায় ৪৮ টি ও পাঁচবিবি উপজেলায় ৮৫ টি। ইতোমধ্যে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আগামী সপ্তাহ থেকেই রং দেয়ার কাজ শুরু করবেন বলে জানান মাদারগঞ্জ দুর্গা মন্দিরের কারিগর নারু পাল। ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই দুর্গা পূজার ধর্মীয় উৎসব শুরু হবে বলে জানান, পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড: হৃষিকেশ সরকার। জয়পুরহাট জেলায় শান্তিপূর্ন পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা সহ সংশ্লিষ্ট সকলেই প্রতিমা তৈরির বিষয় গুলো মনিটরিং করছেন। সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি প্রতিটি দুর্গা মন্ডপে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পুলিশ, আনসার, সাদা পুলিশের পাশাপাশি সাধারণ পুলিশ ও র‌্যাবের টহল দল থাকবে।

দূর্গোৎসব সফল করতে পুলিশের একটি মনিটরিং টীমও কাজ করবে বলে জানান, পুলিশ সুপার মো: নূরে আলম।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]