তিস্তায় জেলের বরশীতে ধরা পড়লো ৯২ কেজির বাঘাইর মাছ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৭ পিএম

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে এক জেলের বরশীতে ধরা পড়লো ৯২কেজি ওজনের একটি বাঘাইর মাছ। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরে পাগলাপাড়া গ্লোরিং এলাকায় কয়েকজন জেলে তিস্তা নদীতে মাছ ধরতে যায়।

কয়েকবার বরশি টেনে মাছ না পেয়ে হতাশ হয়ে পরেন। পুনরায় বরশি টানা শুরু করেন তার কিছুক্ষণ পরেই জালাল উদ্দিন নামের এক জেলের বরশীতে ৯২কেজি ওজনের বাঘাইর মাছটি ধরা পড়ে। পরে ডিমলা উপজেলার ডালিয়া ২নং বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে গেলে কেলাসু নামের এক মাছ ব্যবসায়ী এক লাখ ১০হাজার টাকা দিয়ে কিনে নেন। তিনি মাছটি বেশী দরে বিক্রির জন্য নীলফামারী জেলা সদরের মাছ বাজারে নিয়ে যান। সেখানে এক কেজি মাছ ১৫শত টাকা দরে বিক্রি করেন।

আব্দুস সবুর নামে এক ব্যক্তি জানান, জালাল উদ্দিন নামের এক জেলের বড়শিতে মাছটি ধরা পরে। আমরা তিস্তা পারের মানুষ অনেক খুশি। নদীতে সহজে এতো বড় মাছ ধরা পড়েনা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: