শিপন সিকদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংঘর্ষে চোখ হারাতে বসা ছাত্রদল নেতাকে তারেক রহমানের অনুদান

                       
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০২২

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা ফারুক খান সুজনকে চিকিৎসার জন্য অনুদান তুলে দেওয়া হয়েছে৷ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) নগদ অনুদানের ওই অর্থ তুলে দেন তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সুজনের হাতে৷

এসময় দলের পক্ষ থেকে সবসময় সুজনের পাশে থাকার অঙ্গীকার করেন রিজভী৷ এসময় আরো উপস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লুৎফর রহমান খোকা,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ইঞ্জিঃ সাঈদ রেজা খান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ হাসান।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর সকালে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ বিএনপি র‌্যালি বের করলে সেখানে পুলিশ বাধা দেয়। এতে সৃষ্ট সংঘর্ষে শাওন আহমেদ রাজা নামে এক যুবদল কর্মী নিহত হন, কয়েক শতাধিক নেতাকর্মী আহতের ঘটনা ঘটে। ছাত্রদল নেতা সুজন চোখে গুলিবিদ্ধ হন৷ উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার কথা রয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]