বগুড়ায় বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৩ পিএম

বগুড়ার ধুনট উপজেলায় মাঠের ভেতর গরু চরাতে গিয়ে বজ্রপাতে তোফাজ্জল হোসন (৬০) নাম এক কৃষক ঘটনাস্থলেই। এ সময় তার একটি গরু মারা গেছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গোদাগাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোনিতা নাছরিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিম্নচাপের কারণে দুই দিন ধরে অবিরাম বর্ষণ হচ্ছে। এ অবস্থায় আজ বুধবার দুপুরের দিকে কৃষক তোফাজ্জল হোসেন বাড়ির পাশে ফাঁকা মাঠের ভেতর গরু চরাতে যান। তখন মাঠের ভেতর অবিরাম বৃষ্টি ঝরছিল। একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে তোফাজ্জল হোসেন ঘটনাস্থলেই মারা যান। একই সাথে তার গরুটি মারা গেছে।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া শেষে তোফাজ্জলের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: