সব চিটারের দলের সর্দার আমি: রাজশাহীর ছাত্রলীগ সভাপতি

                       
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০২২

বহুত বড় চিটারি-বাটপারি কইরি আমি প্রেসিডেন্ট হইছি। সব চিটারের দলের সর্দার আমি। তুমি না হয়, আসতে চায়া আসলে না, কাকে যে পাঠাতে চাইলে সে কই? এমন এক আপত্তিকর অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি সাকিবুল ইসলাম রানার।

ফাঁস হওয়া অডিওর চার মিনিট ২৯ সেকেন্ডের ছাত্রলীগ নেতা বলতেছে, এক নারী ছাত্রলীগ নেত্রীকে তার কাছে মেয়ে পাঠানোর কথা। অডিওতে রানাকে বলতে শোনা যায় ‘তুমি আমার সাথে নাটক করিচ্ছো তাই না? মেয়েটি তাকে বলেন, কিসের নাটক ভাইয়া? রানা বলেন, তোমার কথা-কাজে মিল পাচ্ছি না। চিটারি করতে পারবা না।

বহুত বড় চিটারি-বাটপারি কইরি আমি প্রেসিডেন্ট হইছি। সব চিটারের দলের সর্দার আমি। তুমি না হয়, আসতে চায়া আসলে না, কাকে যে পাঠাতে চাইলে সে কই? একজনের সাথে কইরি তুমি যদি বড় নেত্রী হও, সেটা মানুষ মাইনি লিতে পারে না, তুমি বুঝ না?’

মেয়েটি তাকে বলেন, ‘এগুলো তো ভাইয়া অবান্তর কথা, আর আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার নাই। আমি যথেষ্ট ভালো আছি। সংগঠনটাকে ভালোবেসেই আসছিলাম। রানা তখন বলেন, তাহলে শোন ঠিক আছে আর শান্ত-মান্তর কোনো বেল নাই। মেয়েটি বলেন, তো ভাইয়া আপনি মেয়ের কথা কালকে বলছিলেন, তো আমি ছবি পাঠাইছিলাম।’

রানা বলেন, ‘দেখ দেখ পাঠাতে পারো নাকি? মেয়েটি বলেন, উনিও তো ফ্যামিলির সাথে থাকে। রানা তখন বলেন এখন ৮টা বাজে। কী এমন রাত? দেখ দেখ ফোন দাও। পাঠাও। কেউ যেন না জানে।’ মেয়েটি তাকে বলেন, কে জানবে, আপনি আমাকে ভরসা করতে পারেন।’ এর আগে এক নারীর সাথে রানার একটি ভিডিও ভাইরাল হয়।

অভিযোগ রয়েছে, ২০১৬ সালে রাজশাহী কলেজ মুসলিম হল শাখা ছাত্রদলের ৬ নম্বর যুগ্ম-আহ্বায়ক হন। টানা তিন বছর এই কমিটির সক্রিয় নেতা ছিলেন তিনি। তবে ২০১৯ সালের দিকে ছাত্রদলের কমিটিতে থাকা অবস্থায় তিনি ঢাকায় গিয়ে ছাত্রলীগ নেতা হওয়ার জন্য তদবির শুরু করেন। পরে হয়ে যান রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি।

অভিযোগ রয়েছে, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার আগে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়ের বাড়ির ফুটফরমায়েশখাটাসহ ছোট-বড় বিভিন্ন কাজ করে দিতেন রানা। যে কারণে জয়ের মা-বাবার আদর-স্নেহ পান তিনি। যা তার রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এখনো মুখ খুলেননি। এছাড়া যে নারী কর্মীর সাথে অডিও রেকর্ড ফাঁস হয়েছে তারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সাকিবুল ইসলাম রানা সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের ভেতরের কেউ ষড়যন্ত্র করছে। জয় ভাই ও তার পরিবারের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। জয় ভাইয়ের মা শুধু আমাকে নয়, সারাদেশের নেতাকর্মীদের ভালোবাসেন। আমি জয় ভাইকে মেইনটেন করতাম। তিনি যখন সভাপতি হননি, নেতা ছিলেন না, তখনই তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। জয় ভাই আমাকে অনেক স্নেহ করেন। ভাই ছাড়াও অনেকের সুপারিশ ছিল আমাকে সভাপতি করার জন্য।

তুহিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]