নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৩ পিএম

নেত্রকোনার আটপাড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলা সদরের মাদল গ্রামের জনৈক ইয়ার হোসেনের পুকুরে ডুবে তারা মারা যায়। নিহতরা হচ্ছে, উপজেলার মাদল গ্রামের আনোয়ার হোসেনের (৬) বছরের ছেলে সাব্বির ও তার বড় ভাই এরশাদের (৭) বছরের ছেলে সিফাত।

পুলিশ জানায়, আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় হঠাৎ তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: