৫৬ পদের খাবার খেতে পারলে সাড়ে ৮ লাখ পুরস্কার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভ জন্মদিন আজ শনিবার। দিনটি উদযাপন করতে অভিনব পথ বেছে নিল দিল্লির একটি রেস্তোরাঁ। ৫৬ পদের একটি বিশেষ থালির ব্যবস্থা করা হয়েছে ওই রেস্তোরাঁয়। নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির বুকের ছাতির কথা বার বার বলেন তার প্রশংসক ও সমর্থকরা। সে কথা মাথায় রেখেই আমিষ এবং নিরামিষ পদ মিলিয়ে এই নতুন থালিতে ৫৬টি পদ রাখা হয়েছে। থালির নামও রাখা হয়েছে ‘৫৬ ইঞ্চি মোদিজি থালি।’
তবে আরো রয়েছে চমক। শুধু ৫৬টি পদ দিয়ে অভিনব থালির আয়োজন নয়, এই থালিকে ঘিরে মোটা অংকের আর্থিক পুরস্কারের ব্যবস্থাও করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। রেস্তোরাঁর মালিক সুমিত কালরা জানান, কোনো যুগলের মধ্যে যেকোনো একজন যদি চল্লিশ মিনিটে এই থালি শেষ করতে পারবেন, তাহলে ওই যুগলকে সাড়ে আট লাখ রুপী পুরস্কার দেওয়া হবে।
এর কারণ হিসাবে তিনি জানান, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুবই শ্রদ্ধা করি। তিনি আমাদের দেশের গর্ব। তার জন্মদিনে আমরা অভিনব কিছু উপহার দিতে চেয়েছিলাম। সেই কারণে আমরা এই রাজকীয় থালির আয়োজন করে মোদিজির নামে রেখেছি। আমরা প্রধানমন্ত্রীকে এই থালি উপহার দিতে চেয়েছিলাম এবং তিনি এখানে এসে এই থালি খেলে খুবই খুশি হতাম। কিন্তু নিরাপত্তার কারণেই তা সম্ভব নয়।’ তবে থালি শেষ করতে না পারলেও পুরস্কার জেতার সুযোগ থাকছে। ১৭ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে যারা এই থালি খাবেন, তাদের মধ্যে ভাগ্যবান দুজন বিনামূল্যে কেদারনাথ ঘুরে আসতে পারবেন। যেহেতু নরেন্দ্র মোদির প্রিয় জায়গা কেদারনাথ, তাই সেই জায়গাকেই বেছে নেওয়া হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: