নন্দীগ্রামে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ১৫ জন

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮ পিএম

বগুড়ার নন্দীগ্রামে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া র‌্যাব-১২ শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুস্তা গ্রামে আজিজুল হকে বাড়িতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা, ১০৮ বোতল ফেন্সিডিল, ২ টি মোটর সাইকেল, ৫ টি মোবাইল ফোন ও নগত ৮৯০০ টাকা উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার মুন্সিপাড়া গ্রামের আরিফুল ইসলাম (২৮), খলিলগঞ্জ গ্রামের ইমরান হাসান (২৭), আলমপাড়া গ্রামের তাহাজুল ইসলাম (৩২), প্রতাপ বৈরাগীপাড়া গ্রামের রবিউল ইসলাম (২৯)।

অপরদিকে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট মূলে ১০ জন ও ধর্ষণ চেষ্টা মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে। থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) আশরাফুল আলম একদল পুলিশ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ওমরপুরের আব্দুল গফুরের স্ত্রী সেলিনা বেগম (৪৫), আরিফ বিল্লাহর স্ত্রী সুরাইয়া বেগম (২৩), আব্দুল গফুরের ছেলে আরিফ বিল্লাহ (২৫), ভাটগ্রামের আজিজার রহমান (৬০), তেঘরী মন্ডলপাড়ার ফজলুর রহমান (৪২), আইলপুনিয়ার জহুরুল ইসলাম (২৮), গছাইলের আবু বক্কর সিদ্দিক, শিমলা সরদারপাড়ার রেজাউল করিম, ভদ্রদিঘীর বদিউজ্জামান বুদা, বগুড়া সদর উপজেলার সিকারপুর বাশবাড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন সাখা (৩৮) ও রিধইল উত্তরপাড়ার মাহমুদুল হোসেন (২২) কে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আজ সকল আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: